ভোলার কোস্টগার্ডের অভিযানে ৩১জেলেসহ বিপুল পরিমানের জাল ও মাছ আটক

0
283

মো: আফজাল হোসেন।। ভোলার কোস্টগার্ড দক্ষিন জোন সসদ্যরা অভিযান চালিয়ে ভোলার তেতুলিয়া ও বরিশালের হিজলা থেকে অন্তত ৩১জেলেকে আটক করেছে। এসময় বিপুল পরিমানের জাল ও মাছ জব্দ করে।

কোস্টগার্ড সুত্র জানায়,গতরাত থেকে আজ পর্যন্ত দিন-রাত অভিযান চালিয়ে এসব জেলে,জাল ও মাছ আটক করা হয়েছে। একাধিক টিম অভিযান চালিয়ে আটক করার পর তা মোবাইল কোর্টের মাধ্যেম তাদেরকে জেলে প্রেরন করা হয়।

এছাড়া আটক মাছ স্থানীয় এতিম ও অসহায়দের মাঝে বিতরন করা হয়ে থাকে। তবে জালগুলো নদীর পাড়ে আগুএন পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়। যাতে কেউ মাছ ধরতে না পারে এই নিষিদ্ধ সময়ে সে জন্য কোস্টগার্ড সেচতন রয়েছে।

এছাড়া জেলা প্রশাসক এবং মৎষ্য অধিদপ্তরের পক্ষ থেকেও অভিযান চালানো হচ্ছে। এর পরেও থেমে নেই মাছ ধরা। খুব ভোরে আর রাতে জেলেরা জাল ফেলে মার ইলিশ নিধন করছে যা পরে কোস্টগার্ড আটক করে। অভিযান জোরদার করার দাবী সচেতন মহলের।

LEAVE A REPLY