ভোলায় ১৬লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল আটক

0
482

রাকিব উদ্দিন অমি: কোস্টগার্ড দক্ষিন জোন সদস্যরা ভোলার দৌলতখান ও লালমোহন অভিযান চালিয়ে অন্তত ১৬লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল আটক করেছে। পরে আগুনে পুড়িয়ে সব ধ্বংস করা হয়।

কোস্টগার্ড সুত্র জানায়,আজ বেলা সাড়ে ১২ টায় ভোলা শহরতলী লঞ্চঘাটের পাশে কোস্টগার্ড একটি অফিসের পাশে নিষিদ্ধ কারেন্টজাল আগুন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড এর লে: দেবায়ন চক্রবর্তি এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা জেলার দৌলতখান ও লালমোহনে অভিযান চালায়। এসময় মো: সুমন এবং মোস্তফা মিয়ার গুদাম থেকে নিষিদ্ধ অন্তত ১৬লাখ মিটার কারেন্টজাল উদ্ধার করে। ঐ জালের আনুমানিক মুল্য ৫কোটি ৬০লাখ টাকা। তবে এসময় কোন ব্যক্তিকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে বলে জানান কোস্ট গার্ড। তবে এই অভিযান অব্যাহত থাকার কথা ব্যক্ত করেছে কোস্টগার্ড।

LEAVE A REPLY