প্রত্যাশিত সাড়া নেই ঈদের ছবিতে

0
444

ভোলা নিউজ ২৪ ডটনেট ।।  ঈদ আসলেই সিনেমাপ্রেমী দর্শকরা নতুন পোশাক ও নানা স্বাদের বাহারি খাবারের পাশাপাশি নতুন ছবি দেখার জন্য সিনেমা হলে ভিড় করে। সেই সঙ্গে ঈদ উৎসবে ঢাকাই চলচ্চিত্রের নির্মাতা, প্রযোজক, বুকিং এজেন্ট, সিনেমা হল মালিকসহ শিল্পীরা ঈদে ছবির ব্যবসা জমজমাট হবে এমনটিই প্রত্যাশা করে থাকেন। গত রমজানের ঈদে ‘নবাব’, ‘বস টু’ ও ‘রাজনীতি’ ছবিগুলো আলোচনায় থাকলেও এবারের কোরবানির ঈদে দৃশ্যটা ছিল একেবারেই ভিন্ন। এবারের ঈদে শাহাদৎ হোসেন লিটনের ‘অহংকার’, আবদুল মান্নানের ‘রংবাজ’ ও জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’ নামে তিনটি ছবি মুক্তি পায়। এরমধ্যে ‘অহংকার’ ও ‘রংবাজ’ ছবি দুটিতে শাকিব খান ও বুবলী অভিনয় করেছেন। আর ‘সোনাবন্ধু’ ছবিতে অভিনয় করেছেন ডি এ তায়েব, পপি ও পরীমনি। এবারের ঈদে নানা বয়সী নারী-পুরুষের সমাগম সিনেমা হলগুলোতে প্রথম কয়েকদিন ছিল বলে মানবজমিনকে জানালেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও রাজধানীর মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, গত ঈদে ছবি মুক্তির পর যে সাড়া ছিল এবার তা নেই। তবে আমরা সিনেমা হল মালিকরা আশা করেছিলাম গত ঈদের মতো এবারের ঈদের ছবিও ভালো ব্যবসা করবে। আমাদের মধুমিতায় ‘অহংকার’ ছবিটি চলছে। এই ছবির গল্প ও কাস্টিং ভালো। ঈদের ছবি প্রথম কয়েকদিনের শো মোটামুটি ভালোই চলেছে। বেশিরভাগ সময় সান্ধ্যকালীন শো পূর্ণ ছিল। তবে অন্য সময়টা সিনেমা হল পূর্ণ ছিল না। তাই বলতে চাই গতবারের চেয়ে এবারের ঈদে ব্যবসাটা ভালো না। ‘অহংকার’ ছবির পরিচালক লিটন বলেন, আমি বলব না আমার ছবি সুপারহিট চলছে। তবে বলতে চাই ময়মনসিংহ, সিলেটসহ বেশকিছু জায়গায় খুব ভালো চলছে। তবে গত ঈদের চেয়ে এবারের ঈদে সেলটা কম। গত ঈদে সেল ১০০ হলে এবার সেল হচ্ছে ৭০। গত ঈদে ছবি মুক্তির প্রথম দিন থেকেই ছিল সিনেমা হলে উপচে পড়া ভিড়। তবে এবারের ঈদের দিন থেকে শুরু করে গতকাল পর্যন্ত এমন দৃশ্য খুব কম দেখা গেছে রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে। রাজধানীর শ্যামলী সিনেমা হলে চলছে শাকিব ও বুবলী অভিনীত ‘রংবাজ’ ছবিটি। গত ঈদে এখানে ‘নবাব’ ছবিটি চলেছিল। এবারের ঈদের টিকিট কেমন বিক্রয় হচ্ছে জানতে চাইলে সিনেমা হলের ম্যানেজার আহসান উল্লাহ বলেন, এবারের ঈদে ছবির বাজার ভালো না। খুব কম শো হাউজফুল গেছে আমাদের। দিনের শোগুলোতে লোকজন কম হচ্ছে। ম্যাটিনি ও সান্ধ্যকালীন শোতে লোক ছবি দেখতে ভিড় করছেন। তবে আমরা ঈদের ছবি হিসেবে আরো বেশি আশা করেছিলাম। রাজধানীর বেশির ভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘রংবাজ’। ‘অহংকার’ ও ‘রংবাজ’ ছবি দুটি ২৭০টি সিনেমা হলে মুক্তি পেলেও ‘সোনাবন্ধু’ ছবিটি ৩৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বলে জানা যায়। বিভিন্ন হল ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাকিব খান অভিনীত দুটি ছবি ‘অহংকার’ ও ‘রংবাজ’ খানিকটা সাড়া জাগালেও সেই দিক থেকে পিছিয়ে রয়েছে ‘সোনাবন্ধু’ ছবিটি। বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার আলী ভূঁইয়া দিপু বলেন, ‘সোনাবন্ধু’ ছবিটি মাত্র ৩৫টি হলে মুক্তি পেয়েছে। সত্যি বলতে কি ছবিটি ভালো যাচ্ছে না। আমার জানামতে, ভৈরবের মধুমতি হলে ঈদের দিন ‘সোনাবন্ধু’ ছবিতে মাত্র ৭ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। টাঙ্গাইলের মালঞ্চ হলে ঈদের দিন প্রথম দুটি শো দর্শকের অভাবে বন্ধ হয়েছে। বর্তমানে সেখানে শাকিবের অন্য ছবি চলছে। এবারের ঈদে ছবির ব্যবসা আশানুরূপ না। ‘রংবাজ’ ও  ‘অহংকার’ ছবি দুটি মোটামুটি ব্যবসা করছে। ঢাকায় এখনো ছুটির আমেজ কাটেনি। আগামী সপ্তাহ থেকে লোকসমাগম বাড়লে ছবি দেখতে অনেক দর্শক ভিড় জমাবেন এমনটাই প্রত্যাশা করছেন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

LEAVE A REPLY