নিউ সুপার মার্কেটের আগুন বাড়ছে, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

0
0

আরিফ উদ্দিন রনি :: আগুনে পুড়ছে রাজধানীর নিউ সুপার মার্কেট। নিয়ন্ত্রনের চেস্টায় ফায়ার সার্ভিসকর্মীরা।

ক্রমান্বয়ে নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড বেড়েই চলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। এছাড়াও বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন সংস্থা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ ১৫ এপ্রিল ভোর পৌনে ৬টায় এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এছাড়াও আগুন নিয়ন্ত্রণ, সার্বিক সহায়তা, আশেপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে র‍্যাবের ঢাকাস্থ ব্যাটালিয়নসমূহ হতে ১২ টি টহল দল ও সাদা পোষাকে ৫ টি দল আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস কে সহায়তা, ট্রাফিক মেনেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

LEAVE A REPLY