তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে ৩৫ মন জাটকা আটক ॥

0
475

তজুমদ্দিন প্রতিনিধি :ভোলা নিউজ ২৪ ডটনেট : ভোলার তজুমদ্দিন কোস্টগাড কন্টিনজেন্ট কমান্ড সদস্যরা ঢাকা গামী লে অভিযান চালিয়ে ৩৫ মন জাটকা ইলিশ আটক করেছে। মৎস্য অফিস ও কোস্টগার্ড এসব মাছ এতিমখানা, লিল্লাহ বোডিং ও গরীব মানুষের মাজে বিলি করে দিয়েছে। তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নেসারউদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় চৌমহনী ল ঘাটে ঢাকা গামী এমভি ফারহান-৫ এবং এমভি তাশরিফ-৪ লে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় তিনটি ঝুড়িতে প্রায় ৩৫ মন জাটকা ইলিশ আটক করা হয়। পরে আটককৃত মাছ ধরনীর খাল ঘাটে এনে এতিমখানা, লিল্লাহ বোডিং ও গরীব অসহায় মানুষের মাজে বিলি করা হয়েছে। অভিযানে তজুমদ্দিন কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ ইরফান আলীর নেতৃত্বে কোষ্টগার্ডের অন্যান্য সদস্যরা অংশ নেয়। এদিকে জেলেরা যাতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা ইলিশ ধরতে না নামে এজন্য প্রচার প্রচারনা অব্যাহত আছে।

LEAVE A REPLY