চরফ্যাশনে কোস্টগাডের্র অভিযানে ৩ লাখ ২ হাজার মিটার কারেন্ট জাল আটক

0
209

এআর সোহেব চৌধুরী,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর সামরাজ এলাকায় গত শুক্রবার ভোর ৪টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২হাজার মিটার চর ঘেরা জাল আটক আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর পারভেজ। এসময় ৮০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো উপজেলা মৎস অফিসার মারুফ হোসেন মিনারের নির্দেশে স্থানিয় অসহায় পরিবার ও চর কচ্ছপিয়ার দুইটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মো. আলমগীর পারভেজ জানান, মৎস খাতের উন্নয়ন ও মৎসপ্রজনন বাড়ানোর লক্ষ্যে চরফ্যাশনের সামরাজ এলাকার মেঘনায় জাটকা নিরোধ অভিযান পরিচালনাকালে নদী থেকে ৩লাখ মিটার কারেন্ট জাল ও ২হাজার মিটার চর ঘেরা জাল আটক করা হয়। সকালে উপজেলা মৎস কর্মকর্তার নির্দেশে এ জালগুলো কোস্টগার্ড অফিস সংলগ্ন বাগানে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

LEAVE A REPLY