এমপি মুকুল ফুটবল গোল্ডকাপের ফাইনালে দৌলতখান চ্যাম্পিয়ান

0
657

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে উপজেলায় মাদক মুক্ত ভোলা গড়তে সম্প্রীতির ফুটবল শ্লোগানে স্থানীয় সংসদ সদস্য এমপি আলী আজম মুকুল ফুটবল গোল্ডকাপের দ্বিতীয় আসরের উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে খেলা শুরুর আগেই আব্দুল জব্বার কলেজ মাঠের কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে যায়। খেলায় দৌলতখান উপজেলা একাদশ ও লালমোহন উপজেলা একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে দৌলতখান উপজেলা একাদশ লালমোহন উপজেলা একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বাধনসহ বিজয়ী ও রানার আপদের দলের হাতে পুরস্কার তুলে দেন।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদ্দূসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি আয়োজকদের অভিনন্দন জানিয়ে বলেন,এ এলাকার ক্রীড়াঙ্গণের উন্নয়নে সব ধরনের সহযোগীতার দ্বার সব সময় উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান, ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।

এদিকে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় দর্শকদের মন মাতাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আলী আজম মুকুল এমপিকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বোরহানউদ্দিন আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, আ’লীগ নেতা ও সমাজ সেবক জাফর উল্যাহ চৌধুরীসহ বিভিন্ন উজেলার গন্য মান্যরা। উল্লেখ্য গত এক মাস আগে আলী আজম মুকুল ফুটবল গোল্ডকাপ টূর্নামেন্টের পর্দা ওঠে। টূর্নামেন্টে জেলার সাতটি উপজেলা অংশ নেয়। বুধবার শীর্ষ দু’টি দল ফাইনালে মুখোমুখি হয়।

LEAVE A REPLY