ভোলার ইলিশা জংশনে ১০ দোকান আগুনে পুড়ে ছাই

0
15

ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার ইলিশা জংশন বাজারে ভয়াবহ আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বৃহস্পতিবার (০৪ মে) এ আগুনের সুত্রপাত হয়। এতে মুদি, চায়ের দোকান ও পার্টেসের দোকানসহ অন্তত ১০টি দোকান ভস্মিভূত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে,রাত ২টার দিকে একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে আগুন চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা ডাক-চিৎকার দিয়ে আগুন নেভানোর চেস্টা করেন। খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও এ সময়ের মধ্যে ১০টি দোকান পুড়ে যায়।

ব্যবসায়ীরা জানান ভোলা নিউজ২৪ডটকম কে , রাত আড়াইটার দিকে বাজারের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পাশের ইউছুফ সরদারের টিভি-ফ্রিজের শোরুম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে বাজারের মেশিনারি পার্টসের দোকান, ফাস্টফুডের দোকান, টিভি-ফ্রিজের দোকান, ওয়ার্কশপের দোকান, ওষুধের ফার্মেসি, সুতার দোকান, মেশিনারি মালামালের গোডাউন, ফার্নিচারের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা দুই কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।

ভোলা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন ভোলা নিউজ২৪ডটকম কে জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছি । অগ্নিকাণ্ডে ৮টি পুরোপুরি ও দুটি আংশিকসহ মোট ১০টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ইলিশ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা ভোলা নিউজ২৪ডটকম কে বলেন, কিভাবে আগুনের সুত্রপাত তা এখনও জানা যায়নি।তদন্ত করে জানান হবে ।

LEAVE A REPLY