এই সরকারের অধীনেই নির্বাচন… তোফায়েল আহমেদ

0
509

মো: আফজাল হোসেন॥ বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আবারো বলেছেন,এ বছরের শেষে নির্বাচন হবে। এই নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ। বর্তমান ক্ষমতাসীন দলের অধিনে। প্রধানমন্ত্রী থাকবেন জননেত্রী শেখ হাসিনা। পৃথিবীর সব দেশেই এমন নিয়ম। মন্ত্রী আরো বলেন,যারা তত্তাবধায়ক এবং সহায়ক সরকারের সপ্ন দেখেন এই সপ্ন কোন দিন পুরন হবে না।

মন্ত্রী আজ বিকালে ভোলা পৌর আওয়ামী লীগ আয়োজিত নতুন সদস্য সংগ্রহেদের নিয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। পৌর আওয়ামী লীগ সভাপতি মো: নাজিবুল্লাহ নাজু এর সভাপতিত্বের সমাবেশ অনুষ্ঠিত হয়। মন্ত্রী উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন,এই সরকারের অধিনে নির্বাচন হবে।

অতিতের মত বাকশা কাড়াকাড়ি করে,সেই দিন শেষ হয়ে গেছে।মন্ত্রী আরাে বলনে,বএিনপি ২০০১ সালে ক্ষমতায় এসে অনকে অত্যাচার করছে। কােন উন্নয়ন করনে। ভােলার যত উন্নয়ন হয়ছেে সব আমার হাত। এখন ভােলা-বরশিাল ব্রীজরে কাজ আল্লাহর রহমতে এই বছরই শুরু হব।

এই ব্রীজ হলে মাত্র ৫ঘন্টার মধ্যইে ভােলা থকেে গাড়ী নয়িে ঢাকা যতেে পারবেন। ভােলায় প্রচুর গ্যাস রয়ছে।এই গ্যাস দয়িে অনকে শল্পি কলকারখানা গড়ে উঠব। ভােলা হবে দশেরে মধ্য অন্যতম উন্নত জলো।

পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু,পৌর মেয়র ও জেলা যুবলীগ সভাপতি মো: মনিরুজ্জামান মনির,সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: মোশারেফ হোসেন,জেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজলো আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ স্থানীয়,জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

দুপুরের পর থেকেই পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতা-কর্মীরা ঢোল,বাজনা নিয়ে মিছিল সহকারে এসে সমাবেশে অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY