ভোলায় সাংস্কৃতিক  কর্মীদের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান

0
137

আদিল হোসেন তপু ॥ করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ভোলা জেলা পরিষদ এর পক্ষ থেকে অর্ধ শতাধিক শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে ভোলা জেলা পরিষদ এর খাদ্য সহায়তা প্রদান করা হয়। বুধবার (১৩ মে) সকালে ভোলা জেলা পরিষদ হল রুমে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন করেন জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী ভারপ্রাপ্ত  নুরুজ্জামান, ভোলা থিয়েটার সভাপতি নাসির লিটন, সাধারন সম্পাদক আবিদুল আলম,ভোলা থিয়েটার এর সদস্য অতুন করঞ্জই,সাংবাদিক আদিল হোসেন তপু প্রমুখ। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো- চাল,ডাল,বুট,আলু,চিনি,তৈল,পেয়াজ,চিনি,খেজুঁর । জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বলেন,করোনার এই দুর্যোগের মধ্যে সকল ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড বন্ধ রয়েছে। ফলে অনেক সাংস্কৃতিক শিল্পীর আয়রোজগার বন্ধ রয়েছে। তাই সবার কথা চিন্তা করে জেলা পরিষদ এর পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। তিনি বলেন, যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন আমরা  মানুষের পাশে থাকবো এবং খাদ্যসামগ্রী বিতরণ করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী সকলকে আহ্বান জানিয়েছেন গরীব দুস্থদের  পাশে থাকার। তাই সকল সামর্থবানদের উচিৎ এখন দেশের মানুষের পাশে এসে দাঁড়ানো।

LEAVE A REPLY