ভোলায় বলাকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
616

ইয়ামিন হোসেন:ভোলা নিউজ ২৪ ডটনেট :আমরা সেচ্ছায় রক্ত দেই এ শ্লোগানে ভোলায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১ই মার্চ) বলাকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে প্রেস ক্লাবের চত্তরে এসে শেষ হয়। এসময় বলাকার  ভোলা জেলা সভাপতি মাহামুদুল হাসান ফাহাদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম,প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম মিঠু, দৈনিক ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ সোলাইমান, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আবিদুল আলম। হেল্প এন্ড কেয়ারের প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন অমি, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ইয়াছিনুল ঈমন, উত্তর দিঘলদী ছাত্রলীগ নেতা মাইনউদ্দিন মঈন। বলাকার লালমোহন উপজেলা সভাপতি রিয়াজ ফরাজী, ভোলা সরকারি কলেজ শাখা সভাপতি সোহাগ, সম্পাদক তারেকসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, বলাকা অল্প দিনে যেভাবে ভোলার সাধারন মানুষের পাশে দাড়িয়ে রক্তদান কর্মসূচী পালন করে আসছে এটা সত্যিই একটি প্রশংসনীয়। এসময় তিনি তার নিজস্ব অফিস ভোলা থানার সামনে বলাকার সংগঠনের নেতৃবৃন্দের জন্য দেওয়ার প্রতিশ্রুতি দেন।

LEAVE A REPLY