ভোলায় হাঁস পারলো কালো ডিম,দেখতে মানুষের ভিড়!

0
293

ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ৪ নং ওয়ার্ডে এই বিড়ল ঘটনা ঘটে। ওই এলাকার আবদুল মান্নান বাডির মতিনের স্ত্রীর তাসলিমা বেগমের পালিত হাঁস এই কালো ডিমটি পাড়ে।

তিনি জানান, ১১টি হাসের মধ্যে এই হাঁসটি এবারি প্রথম ডিম পারে।সেই ডিম দেখে তিনিও প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন।

খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।  কালো ডিমটি একনজর দেখার জন্য এলাকায় মানুষ ভিড় জমায়।

প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান,দেশে হাঁস এই ধরনের কালো ডিম পেরেছে এই প্রথম।এটা জিংডিং জাতের এক প্রকার হাঁস হাল্কা নীল বর্নের ডিম পেরে থাকে কিন্তু পুরো কালো ডিম আমি প্রথম দেখলাম।

কেদার নাথ মুরগির ডিম কালো হয় কন্তু দেশি হাসের ডিম কালো এটা প্রথম দেখলাম। আবার ডিম পারলে পরিক্ষার জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY