ভোলায় ভেজাল বিরোধী অভিযানে ৫০হাজার টাকা জরিমানা

0
468

রাকিব উদ্দিন অমি ॥ ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে হলুদ,মরিচ ভাঙ্গারীর ব্যবসায়ীসহ ৫প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমান করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এসময় বিজ্ঞ আদালত প্রত্যেক ব্যাবসায়ীকে সতর্ক করে দেন।
গতকাল সোমবার বেলা ১২টায় শহরের ঘোষপট্টি,খালপাড় ও মহাজনপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ঐ অভিযানে এ জরিমানা আদায় করা হয়। ভোলায় ভেজাল বিরোধী, পরিস্কার-পরিচ্ছন্নতা ও বাজার-দর স্বাভাবিক রাখার জন্য প্রায় সময়ই অভিযানে নামে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে শহরের মহাজনপট্টি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভেজাল মিশিয়ে হলুদ-মরিচ গুড়া করে তা বাজারে বিক্রির অভিযোগ এবং সঠিক মূল্য তালিকা না থাকা,কাগজপত্র দেখাতে না পারায় হাসান রাইচ এন্ড ফ্লাওয়ার মিলকে ২০ হাজার এবং একই অভিযোগে তার পাশের ইয়াপি এন্টারপ্রাইজ এন্ড ফ্লাওয়ার মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে অভিযান টের পেয়ে ঐ মিলগুলো থেকে বস্তা ভর্তি মালামাল অন্যত্র সরাতে দেখা যায়। যদিও বিজ্ঞ আদালতের সামনে পচাঁ মরিচ দলা খেলেও ঐ মরিচ ফেরত পাঠানোর স্বর্তে ছেড়ে দেয়া হয়েছে। অপরদিকে ঘোষপট্টি এলাকায় মুসলিম সুইট¯, ঘোষ ভান্ডার এবং কান্তি ভান্ডারকে স্বাস্থ্যকর ও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ না থাকার দায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভোক্তা অধিকার আইনের ৩৫ ও ৪৩ ধারায় সবাইকে জরিমানা করেন। এদিকে দীর্য দিন ধরেই এই ভেজাল বিরোধী অভিযান পরচিালনা নিয়ে সাধারন মানুষের মাঝে আগ্রহ ছিলো। অভিযান চালানোর কারনে জেলা প্রশাসন,র‌্যাব ও পুলিশ সদস্যদের অভিনন্দন জানাতে দেখা গেছে অভিযান পরিচালনার সময়। খালপাড়ে হলুদ,মরিচের দোকানে অভিযান পরিচালনার সময় উপস্থিত সাধারন মানুষ বলেন,পচাঁ হলুদ ও মরিচ ফেলে দেয়ার জন্য। একই সাথে বলেন,এ প্রতিষ্ঠানগুলো দীর্য দিন ধরেই নিষিদ্ধ ভাবে রং মিশিয়ে,পচাঁ হলুদ মরিচ দিয়ে মানুষদের প্রতারনা করে আসছিলো। এধরনের অভিযান পরিচালনার জন্য র‌্যাবকে বিশেষ করে ধন্যবাদ জানান ভোলার সাধারন মানুষ। একই সাথে অভিযান অব্যাহত রাখার আহবান জানান।

LEAVE A REPLY