জলবায়ু পরিবর্তন সচেতনতায় চরফ্যাশনে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

0
303
চরফ্যাশন প্রতিনিধি।। শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলার চরফ্যাশনে টি.ব্যারেট মাধমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা  ইউনিসেফের সহযোগীতায় ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশের এর আয়োজনে ‘‘জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্ব দায়ী’’ এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে  বিতর্ক প্রতিযোগীতায় বিদ্যালয়ের দুটি দল অংশ গ্রহন করে।  প্রতিযোগীতায় পক্ষ দলে বিজয়ীরা হলেন রাতুল,¯েœহা,মিম। বিপক্ষ দলে ছিলেন- মেহেদী,তানিম,আরজুমনি ।
পরে বিজয়ীদের মাঝে এ পুরুস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন টি,ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহমেদ, ভোলা জেলা কোস্ট ট্রাস্টের টিম লিডার রাশিদা বেগম, উপজেলা যুব জলবায়ু নেটওয়ার্কের সভাপতি মনির আসলামি।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক জহিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক তাছলিমা বেগম, সিনিয়র সহকারী শিক্ষক আনসারুল হক, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ফারুক, নজরুল ইসলাম, সহকারী শিক্ষিকা ও উপজেলা জলবায়ু ফোরামের সদস্য শামসুন নাহার ¯িœগ্ধা, সহকারী শিক্ষিকা সুলতানা আফরোজ রাবেয়া, পলাশী রানি, ভূপতি রায়, যুব জলবায়ু নেটওয়ার্কের সদস্য সাংবাদিক সোয়েব চৌধুরী, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ভোলা জেলার সদস্য মোঃ অঅব্দুল্লাহ নোমান,গোপাল চন্দ্র, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশের চরফ্যাশন কো-অর্ডিন্যাটর তরিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে আজ জলবায়ু পরিবর্তনে মানুষের ক্ষতি আর্থ সামাজিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্য গতভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর জন্য বহি বিশ্বের বিলাসিতাই দায়ি। তাদেরকে বাংলাদেশের এ ক্ষতি পুষিয়ে দিতে হবে এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চল রক্ষায় সরকারকে জলবায়ু জরুরী অবস্থা জাড়ি করাও উচিত বলে মনে করি। এছাড়াও শিক্ষার্থীদের প্লাস্টিক ব্যবহারে সচেতন হওয়ার জন্য বলা হয়। এসময় অনুষ্ঠানে শত শত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY