ভোলা নিউজ২৪ডটনেটঃ মার্কিন অভিনেতা উইল স্মিথ হেলিকপ্টার থেকে গভীর গিরিখাতে লাফিয়ে পড়ে তাঁর ৫০তম জন্মদিন উদযাপন করেছেন। গত মঙ্গলবার আরিজোনা অঙ্গরাজ্যে হেলিকপ্টার থেকে গ্র্যান্ড ক্যানিয়নে (প্রায় ৬ হাজার ফুট গভীর গিরিখাত) তিনি লাফিয়ে পড়েন। সেই দৃশ্য তাঁর ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হয়।
ইলাস্টিক জাতীয় মোটা দড়ি কোমরে বেঁধে ও প্রয়োজনীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকিপূর্ণ এভাবে লাফিয়ে পড়া ‘বাংগি জাম্প’ হিসেবে পরিচিত। দুঃসাহসিক অভিজ্ঞতা নিতে অনেক পর্যটক এই জাম্পে অংশ নেন।
ফক্স নিউজ জানিয়েছে, উইল স্মিথের এই বাংগি জাম্পকে সমর্থন দিয়েছেন তাঁর স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথ, মেয়ে উইলো স্মিথ ও ছেলে জাদেন স্মিথ। উইল স্মিথের লাফ দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাঁরা সবাই পাশেই ছিলেন।
সরাসরি ভিডিওতে উইল স্মিথ বলেন, তিনি ছোটবেলায় পরিবারের সঙ্গে ১৯৭৬ সালে প্রথম গ্র্যান্ড ক্যানিয়নে এসেছিলেন। এই গিরিখাতের গভীরতা দেখে তিনি ভয় পেয়েছিলেন।
বাংগি জাম্পের বিশেষজ্ঞেরা জানান, স্মিথ ৫৫০ ফুট উঁচু থেকে লাফ দেন এবং ২০০ ফুটের মধ্যে তাঁকে ঝুলন্ত রাখা হয়।