ভোলা নিউজ ২৪ ডটনেট ।। নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। এছাড়া জনগণকে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ড. কামাল বলেছেন, ‘আমি মনে করি আজকে ১৮ কোটি মানুষকে সোচ্চার হতে হবে। সুষ্ঠু পরিবেশ আদায় করে, সকাল থেকে ভোট দেওয়ার জন্য যাবেন। যাতে আপনাদের ভোট অন্য কেউ না দিতে পারে। পাহারা দিবেন যাতে ওখানে কোনো দুই নম্বরি না হয়।’
আজ বুধবার বিকেলে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে ড. কামাল হোসেন এসব কথা বলেন। এ সময় দেশের মালিক জনগণের হাতে দেশের ক্ষমতা ফিরিয়ে দিতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এই ঐক্যফ্রন্ট নেতা।
ড. কামাল হোসেন বলেন, ‘আমিও দেখছি, এটা খুব উদ্বেগের কারণ। কেন, বিভিন্ন জায়গায় ঠাকুরগাঁও থেকে শুরু করে অন্যান্য জায়গায় প্রার্থীদের ওপর আক্রমণ হচ্ছে। বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে। আমরা খবর পাচ্ছি। সুষ্ঠু পরিবেশ, এটা তো সংবিধানের বিধান আছে যে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ দিতে হবে। তারা এই আশ্বাসটা দিচ্ছেন, যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। কিন্তু হচ্ছে না।’
এ সময় তাঁর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আজ দুপুর ২টায় সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা শুরু করার কথা ছিল। কিন্তু বাংলাদেশ বিমানের ফ্লাইটের তিন ঘণ্টা বিলম্বের কারণে ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ সন্ধ্যা ৫টায় হজরত শাহজালালের (রহ.) মাজারে এসে পৌঁছান।
এর আগে দুপুর থেকে বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা দরগাহ এলাকায় অবস্থান করেন। সন্ধ্যায় দরগাহ প্রাঙ্গণে ড. কামাল হোসেন কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এরপর মাজার প্রাঙ্গণে কর্মীদের উদ্দেশে পথসভায় বক্তব্য দেন তিনি। সুত্র এনটিভি ও বিডি নিউজ অনলাইন