অমি আহম্মদে ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ে ভোলা জেলার সকল পশুরহাটের ইজারাদারদের সাথে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনের মতবিনিময়-সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১টার দিকে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোকতার হোসেনের সভাপতিত্বে, এ মতবিনিময়-সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর সার্কেল মোঃ রিয়াজুল কবির,সহকারী পুলিশ সুপার হেডকোয়াটার মোঃ শেখ সাব্বির হোসেন,লালমোহন সার্কেলসহ ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ। জেলার সকল উপজেলার কোরবানির পশুরহাটের ইজারাদার, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। মতবিনিময় সভায় বক্তরা জেলা পুলিশ সুপার মোকতার হোসেন আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বিগত দিনের কর্মকান্ড দেখে খুবই প্রশংসা করেন। এসময় জেলা পুলিশ সুপার বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ভোলা জেলায় সকল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। প্রতিটি স্তরে মানুষের জান-মালের নিরাপত্তার জন্য জেলা পুলিশ কাজ করবে। তার পাশাপাশি প্রতিটি কোরবানির পশুরহাটে পুলিশ মোতায়েন থাকবে নিরাপত্তার জন্য।