ভোলায় দেশী অস্ত্র সহ ২ জলদস্যু আটক

ভোলায় দেশী অস্ত্র সহ ২ জলদস্যু আটক

0
101

স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার মেঘনার বঙ্গেরচর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ২ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিন জোন। শনিবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিন জোনের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।এরা হলে রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাহাদুর(৩৮) ও একই এলাকার আব্দুল কাদের এর ছেলে কামাল হোসেন (৩২)।

কোস্ট গার্ডের দক্ষিন জোন এর অপারেশন অফিসার লেফট্যানেন্ট ওয়াসিম আকিল জাকি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বঙ্গের চর এলাকায় জলদস্যু ২টি বাহিনীর মধ্যে গোলাগোলির খবর পেয়ে অভিযান চালাই। এসময় জলদস্যু বাহিনী কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় ঐ জায়গা থেকে দেশী অস্ত্র সহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। তাদের কাছ থেকে ৯টি রামদা জব্দ করা হয়।


আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY