ভোলায় দুর্বৃত্তদের অত্যাচারে অতিষ্ঠ ভাড়াটিয়া পরিবার

0
215

স্টাফ রিপোর্টার॥ গত আড়াই বছর ধরে দুর্বৃত্তদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে ৬টি ভাড়াটিয়া পরিবার। গভীর রাতে দুর্বৃত্তদের অতর্কিত ইটপাটকেল নিক্ষেপের কারণে আতঙ্কের মধ্যে নির্ঘূম কাটাচ্ছে তারা। একাধিকবার বাসার ভিতরে প্রবেশ করে পানির লাইন ভেঙ্গে মটর নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের এই অত্যাচারের ফলে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ভাড়াটিয়া পরিবারগুলো। স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদেরকে জানিয়ে এ ব্যাপারে কোন প্রতিকার পায়নি ভুক্তভোগীরা। ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের মিজি বাড়ী সংলগ্ন আকন বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে ও সরজমিনে গিয়ে দেখা যায়, ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের মিজি বাড়ী সংলগ্ন আকন বাড়ীর সামনে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবদুর রব কিছু বাসা নির্মান করে ভাড়া দেন। দীর্ঘ কয়েক বছর যাবৎ বাসা ভাড়া নিয়ে ভাড়াটিয়া পরিবারগুলো সুখে শান্তিতে বসবাস করে আসছিলো। গত আড়াই বছর আগ থেকে কিছু দুর্বৃত্ত গভীর রাতে ওই বাসার টিনের চালায় ইটপাটকেল মারতে শুরু করে। টিনের চালে ইটপাটকেল মারার ফলে বিকট শব্দে আতকে উঠে ঘুমন্ত পরিবারগুলো। ইটের আঘাতে ঘরের চালের বিভিন্ন অংশে বড় বড় ফুটোর সৃষ্টি হয়। যার ফলে বর্ষ মৌসুম আসলে ওই ফুটো দিয়ে বাসায় পানি পড়ে বসবাসে অনুপোযোগী হয়ে উঠে। ইটপাটকেল নিক্ষেপ করেও ক্ষ্যান্ত হয়নি দুর্বৃত্তরা। গভীর রাতে বাসার ভিতরে প্রবেশ করে পানির পাইপ ভেঙ্গে ফেলে এবং ৩টি পানি পাম্প নিয়ে যায়। এ ঘটনার শুরুর দিকে বিষয়টি বাসার মালিক আবদুর রব স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদেরকে জানান। কিন্তু তাতে কোন প্রতিকার পাননি তারা। সপ্তাহখানেক আগে দুর্বৃত্তরা বাসার ভিতরে প্রবেশ করে পানির পাইপ লাইন ভেঙ্গে ফেলে দেয়। পরের দিন বাসার মালিক সেগুলোকে ঠিক করে দেন। তারপরও থেমে থাকেনি দুর্বৃত্তরা। গত ২৮ জুন-২০ (রবিবার) গভীর রাতে একদল দুর্বৃত্ত বাসার ভিতরে প্রবেশ করে পানির পাইপ লাইনগুলো ভেঙ্গে ফেলে দেয়। দুর্বৃত্তদের গভীর রাতে অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ ও বাসার ভিতরে ডুকে পানির পাইপ লাইন ভেঙ্গে ফেলায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ভাড়াটিয়ারা। এ ব্যাপারে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একাধিক ভাড়াটিয়া আতঙ্কিত কন্ঠে বলেন, আবদুর রব কমিশনারের বাসা ভাড়া নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। গত আড়াই বছর যাবৎ গভীর রাতে আমাদের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। টিনের চালে ইট নিক্ষেপের ফলে বিকট শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। আমরা সন্তানদেরকে নিয়ে নির্ঘূম রাত কাটাচ্ছি। চরম আতঙ্কের মধ্যে আমাদের রাত কাটাতে হয়। তারা একাধিকবার বাসার ভিতরে প্রবেশ করে পানির পাইপ লাইন ভেঙ্গে ৩টি পাম্প নিয়ে যায়। এ ব্যাপারে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। বাসার মালিক আবদুর রব বলেন, আমাদের পৈত্রিক ভোগদখলীয় জমিতে বাড়ীর দরজার সামনে কয়েকটি আধাপাকা টিনসেট বাসা নির্মান করে ভাড়া দিয়ে আসছি। দীর্ঘ কয়েক বছর যাবৎ এই বাসায় ভাড়াটিয়ারা শান্তিতে বসবাস করে আসছিলো। কিন্তু গত আড়াই বছর যাবৎ কিছু দুর্বৃত্তরা গভীর রাতে ভাড়া দেওয়া বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে আসছে। তাদের নিক্ষেপ করা ইটের আঘাতে টিনের চালাগুলো ফুটো হয়ে গেছে। যার ফলে বর্ষা মৌসুমে ফুটো দিয়ে পানি পরে বসবাস অনুপোযোগী হয়ে পড়েছে। এছাড়াও তারা একাধিকবার বাসায় প্রবেশ করে পানির লাইন ভেঙ্গে ৩টি পাম্প নিয়ে গেছে। তাদের এই অতর্কিত হামলার ফলে ভাড়াটিয়ারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। ছবি সংযুক্ত ## লিংকটা দিয়েন

LEAVE A REPLY