করোনা মহামারির মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্রাম আদালতের কার্যক্রম

0
166

মাইনুদ্দিন হাওলাদার,চরফ্যাশ,ভোলা নিউজ ২৪ ডট কম।। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে ইউ,এন,ডিপির আর্থিক সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করন ২য় পর্যায় প্রকল্পের কার্যক্রম সারাদেশে বেশ কিছু জেলায়,চলমান রয়েছে।গ্রামের ছোট ছোট বিরোধ গুলো গ্রামেই সমাধান হচ্ছে এই আদালতের মাধ্যমে।করোনা মহামারীর পার্ধূভার্বের কারনে চলতি বছরের এপ্রিল মাসে সরকার লকডাউন ঘোষণার পর কিছুটা ব্যহত  হলেও পহেলা জুন থেকে সরকারের লকডাউন তুলে নেওয়ার নির্দেশের সাথে সাথেই স্বাস্থ্যবিধি মেনে কাজ করেন, ভোলা,চরফ্যাশন উপজেলার সকল ইউনিয়নের গ্রাম আদালত সহকারীগন।প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহকারীর অফিস রুমের সামনে হাত ধোয়ার ডিভাইস স্থাপন করা হয়।এভাবে গ্রামের আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে উচ্চ আদালতের দারস্থ হতে হয়।কোন প্রকার হয়রানি ছাড়াই অল্প খরচে স্বল্প সময়ে সঠিক বিচার পায়।তাই বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের প্রয়োজন মনে করেন জনগণ।

LEAVE A REPLY