ভোলার মেঘনা নদী‌তে গুচ্ছ গ্রা‌মের মালামালবা‌হি জাহাজ ডু‌বি

0
121

ভোলার সদ‌রের মেঘনা নদী গুচ্ছ গ্রা‌মের মালামালবা‌হি একটি জাহাজ ডু‌বির ঘটনা ঘ‌টে‌ছে। এঘটনায় জাহা‌জ চালকসহ চার জন‌কে স্থানীয় জে‌লে‌দের সহ‌যোগীতায় উদ্ধার করা হ‌য়ে‌ছে। প‌রে তা‌দের প্রাথ‌মিক চি‌কিৎসা প্রদান করা হয়। ‌ভোলা সদ‌রের মধ্য রতনপুর গ্রা‌মে মোঃ আলমগীর না‌মে এক টিউবও‌য়েল শ্র‌মিক জানান, গত শুক্রবার (২৬ জুন) দুপু‌রে ভোলার খাল সুইচ ঘাট থে‌কে মা‌ঝের চর গুচ্ছ গ্রা‌মের কাজ করার জন্য এম‌ভি নুরুল আ‌মিন না‌মে জাহা‌জে ২টি ক‌ম্পি‌লিট সেঠ, ৪টি জে‌না‌রেটর, ৪টি মটার, ৮টি টিউব‌ও‌য়ে‌লের নি‌পি‌সি পাইব, ২ড্রাম ডি‌জেল, ২০ জন শ্র‌মি‌কের ৩০ দি‌নের খাবা‌রের চাউল, ডাল, ৪টি গ্যাস সি‌লিন্ডার, ৪টি গ্যা‌সের চুলাসহ টিউবও‌য়ে‌লের কা‌জে ব্যবহৃত প্রায় ১৮ লাখ টাকার মালামালসহ জাহাজ‌টি মা‌ঝের চর গুচ্ছ গ্রা‌মের উ‌দ্দে‌শ্যে রওনা হয়। দুপুর আড়াইটার দি‌কে মা‌ঝের চ‌রের কাছাকা‌ছি মেঘনা নদী‌তে মা‌ঝে স্রো‌তের মূ‌খে প‌রে জাহাজ‌টি ডু‌বে যায়। এ‌তে জাহা‌জে থাকা চালক নুরুল আ‌মিনসহ চার জন‌কে স্থানীয় জে‌লেরা উদ্ধার ক‌রে। এছাড়াও এঘটনায় জাহা‌জে থাকা পু‌রো মালামাল ডু‌বে যায়। প‌রে আমরা স্থানীয়ভা‌বে প্রায় ৪০ হাজার টাকা খচর ক‌রে জাহা‌জের মালামাল উদ্ধা‌রের জন্য চেস্টা চা‌লি‌য়ে ব্যর্থ হই। ‌ভোলা ম‌ডেল থানার ও‌সি মোঃ এনা‌য়েত হো‌সেন জানান, এ বিষ‌য়ে কেউ এখনও থানায় জানাই‌নি। ত‌বে আমরা খোঁজ খবর নি‌চ্ছি।

LEAVE A REPLY