স্টাফ রির্পোটার,ভোলা নিউজ২৪ডটকম।।ভোলায় নারীদের টেকসই মৎস্যসম্পদ বিনির্মাণে নারীর অংশগ্রহণ এবং নারীর আর্থ-সামাজিক উন্নয়ন আবশ্যক সভা অনুষ্ঠিত। রবিবার সকালে ভোলা কোস্ট ট্রাস্ট এর আয়োজনে ভোলা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
কোস্ট ট্রাস্ট কর্মকতা সোহেল মাহমুদ এর সঞ্চালনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকতা আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকতা রিয়াজুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকতা ডাক্তার দিনেশ চন্দ্র মজুমদার, সহকারী সির্ভিল সার্জন ডাক্তার ফারজানা জুটি, কোস্ট ট্রাস্ট এর সহকারী পরিচালক জহিরুল ইসলাম, ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকতা ইকবাল,প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ্, কোস্ট ট্রাস্ট এর জেলা টিম লিডার
রাশিদা বেগম প্রমুখ।
কোস্ট ট্রাস্ট এর উদ্যােগে আয়োজিত এই শীর্ষক সভায় বিভিন্ন গ্রামের মৎস্যজীবীর সাথে জড়িত নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।