স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনে।।ভোলায় তজুমদ্দিনে জেলের জালে ধরা পরেছে পৌনে তিন কেজি‘রাজা ইলিশ।ইলিশ টি ১০ হাজার ৩০০টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবারে তজুমদ্দিন ও মনপুরা উপজেলা মধ্যবর্তী চাঁদপুর ইউনিয়নের চর মোজাম্মেল এর পাশের মেঘনা নদী থেকে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’ মো. কবির মাঝির জালে ধরা পড়ে।মো: কবির মাঝির বাড়ি তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের দালালকান্দি গ্রামে।২ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ মাছ টি ১০ হাজার ৩০০ টাকায় এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে মো:কবির মাঝি।
স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার বিকেলে শশীগঞ্জ মাছঘাটের আবুল হাশেমের আড়তে ওই ২ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ মাছটির নিলাম হয়। আল আমিন কুট্টি নামের এক মাছ ব্যবসায়ী ১০ হাজার ৩০০ টাকায় রাজা ইলিশ মাছটি কিনে নেন।বড় ইলিশ মাছটি ছাড়াও কবির মাঝি আরও আটটি ইলিশ ধরেছে।
মাছ ব্যবসায়ী আল আমিন কুট্টি বলেন,এত বড় মাছ সহসা দেখা যায় না।রাজা ইলিশ মাছটি দেখেই আমার পছন্দ হয়েছে। এটি ঢাকার আড়তে অনেক বেশি টাকায় বিক্রি করতে পারব বলে আশা করছি।
আড়তদার আবুল হাশেম বলেন, কবির মাঝির দুই কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটি ১০ হাজার ৩০০ টাকায় কিনেছেন আল আমিন। তাঁর জালে ধরা পড়া অন্য আটটি মাছও আল আমিন কিনেছেন। সব মিলিয়ে কবির মাঝিকে দাম পরিশোধ করা হয়েছে ১৬ হাজার টাকা। তাঁর ভাষ্য, তাঁদের কাছে এমন ইলিশ রাজা ইলিশ নামে পরিচিত। অসংখ্য মানুষ মাছটি দেখার জন্য তাঁর আড়তে ভিড় করেছিল।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে ভোলায় বৃষ্টিপাত বেড়েছে। বৃষ্টিপাত বাড়ায় সাগর থেকে বড় ইলিশ নদীতে আসতে শুরু করেছে। বৃষ্টিপাত আরও কয়েক দিন থাকলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরবে।