আদিল হোসেন তপু ॥ বাংলাদেশের অর্থ-সামাজিক উন্নয়ন ও তৃর্নমূল পর্যায়ে ব্যাংকিং সুবিধার আওতায় আনার লক্ষ্যে নিয়ে ভোলা লালমোহনে ন্যাশনাল ব্যাংক লি: এর উপ-শাখার উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে লালমোহন শহরের স্বপ্ন প্লাজায় এই শাখার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন লালমোহন উপজেলার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। ন্যাশনাল ব্যাংক এসভিপি ম্যানেজার ভোলা জেলা শাখার ম্যানেজার আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন পৌর সভার মেয়র এমদাদুল ইসলাম কবীর,লালমোহন উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন প্রমুখ। এসময় আরো বক্তব্য বিশিষ্ট ব্যাবসায়ী প্রতিনিধি মো: এরশাদুজ্জামান সুমেজ। উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত্ব বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংক এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও চরফ্যাশন শাখার ম্যানেজার মো: ফিরোজ আলম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো: সরোয়ার হোসেন।
এসময় বক্তারা বলেন, গ্রাহকদের আধুনিক ও গুনগত ব্যাংকিং সেবার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক সব সময় গ্রাহকদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে সেবা দিয়ে আসছে। এর ফলে তৃর্নমূল মানুষের কাছে আস্থার ব্যাংক হিসাবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যৎতে লালমোহন ব্যাবসা বানিজ্যর প্রসারে এই ব্যাংক বড় ভূমিকা রাখবে বলে বক্তারা জানায়।
–