দুলাল পাটওয়ারী, লালমোহন প্রতিনিধি ॥ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ১৯৭১ সালের ৭ই মার্চ রেডক্রস ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মধ্যদিয়ে বাঙ্গালী জাতি স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। এরপর ২৫ মার্চ রাত থেকে এদেশের আপামর জনগণ যে যার অবস্থান থেকে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে বন্ধী করে রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন।
বুধবার ঐতিহাসিক ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
তিনি বলেন, আজ সারাদেশের সাধারণ মানুষের দাবি ঐতিহাসিক ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণা করা হোক। ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণা করা হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন সফল হবে। এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সারাদেশে উন্নয়ন করে যাচ্ছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সমাবেশ শেষে সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক থেকে সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন’র নেতৃত্বে একটি বন্যাঢ্য র্যালী লালমোহন পৌর শহর প্রদক্ষিণ করে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মোশারফ হোসেন সোহেল, যুবলীগ সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন রিমন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াছমিন, সাধারণ সম্পাদক শিখা আফরোজ, সাংগঠনিক সম্পাদক তপতী সরকার, পৌরসভা মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা আক্তার বুলু, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির বিশ্বাস, সাধারণ সম্পাদক জসিম ফরাজী, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, পৌর যুব মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।