ভোলায় ৭ মার্চ উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় বক্তারা- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মাধ্যমে একটি জাতির জন্ম হয়েছিল

0
384

আদিল হোসেন তপু, ভোলা নিউজ ২৪ ডটনেট :॥হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশ নামে একটি জাতির জন্ম হয়েছিল। এ ভাষণ জাতিকে ঐক্যবদ্ধ করে সমগ্র জাতিকে একই মোহনায় নিয়ে এসেছিল। এ ভাষণ একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজও আমাদের প্রেরণার শক্তি হিসাবে কাজ করছে। যার জন্যই বঙ্গবন্ধুর এ ভাষণ জাতিসংঘের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে শুধু বাঙ্গালী জাতির নয়, সারা বিশ্বের সম্পদে পরিনত করেছে।
বুধবার (৭মার্চ) সন্ধ্যায় ভোলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড্যাভোকেট জুলফিকার আহমেদ এর সভাপত্বিতে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
এসময় আরো বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা,এড্যাভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু,অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এনামুল হক আরজু,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম,জেলা মহিলা লীগের সাধারন সম্পাদিকা অধ্যক্ষ শাফিয়া খাতুন, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লা নাজু,যুবলীগের সাধারন সম্পাদক মো: আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুই যেমন স্বাধীনতার মহানায়ক, তেমনি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের আশা-ভরসার প্রতীক।
তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর ৭ মার্চের মহানায়ক বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা হয়েছিল। বঙ্গবন্ধুর এ ভাষণ বাজানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে হয়েছে। বঙ্গবন্ধু ভাষণ নিষিদ্ধ করে সেদিন মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে নিষিদ্ধ করা হয়েছিল।
বক্তারা আরো বলেন, আগামী ডিসম্বরে জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। দেশকে উন্নয়নের উচ্চ শিখর পৌঁছাতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। নচেৎ দেশে বর্তমানে যে অসম্প্রদায়িক চেতনা বিরাজ করছে তা ভুলন্ঠিত হয়ে যাবে।
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন দলের নেতৃবিন্দরা।
আলোচনাসভায় ভোলা জেলা আওয়ামীলীগ,উপজেলাআওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ,যুব লীগ,সেচ্ছা সেবক লীগ, কৃষক লীগ, ছাত্র লীগ এর নেতৃবিন্দরা এসময় উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY