দৌলতখান প্রতিনিধি: মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গীবাদ, সন্ত্রাস, সাইবারক্রাই প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ এনায়েত হোসেন-এর সভাপতিত্বে দৌলতখান উপজেলা অডিটরিয়ামে সকাল ১১টায় সর্বস্তরের জনগণকে নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা নির্বাহি অফিসার মোঃ কামাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সমাজ থেকে সব ধরণের অন্যায় নির্মূলের লক্ষ্যে ভোলা জেলার প্রতিটি উপজেলায় বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি পৌরসভাকে ৫টি ভাগে ভাগ করে অপরাধ নির্মূলে কাজ করছে জেলা পুলিশ। জন সম্পৃক্ততা বাড়িয়ে সচেতনতা তৈরি করে সমাজ থেকে অপরাধ নির্মূল করাই বিট পুলিশিং এর উদ্দেশ্য। তিনি সকলকে উক্ত কাজে পুলিশকে সহায়তা করার জন্য আহ্বান জানান। পুলিশ সুপার বলেন, মাদক ব্যসায়ি বা সেবনকারী যত বড় পেশী শক্তির অধিকারী হন-না-কেন তাদেরকে নির্মূলে কোন ধরণের আপোষ করা হবে না। কেউ যদি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায় পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করা হবে। দৌলতখান অডিটরিয়ামের মেইন গেটে একটি অভিযোগ বক্স স্থাপন করেন।