ভোলা নিউজ ২৪ ডট নেট : জনগণের ভোগান্তি কমাতে ঈদের আগে রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ না করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অনুরোধ করছি, মানুষের ভোগান্তি হচ্ছে, রাস্তা অনতি বিলম্বে মেরামত করা হোক।
শুক্রবার সকালে রাজধানী মাতুয়াইলে ফিটনেসবিহীন গাড়িকে রঙ করে রাস্তায় নামায় এমন কয়েকটি কারখানা পরিদর্শন করে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ওয়াসা, ডেসাসহ সংশ্লিষ্ট সবাইকে আমি ডিটিসিএ’র চেয়ারম্যান হিসেবে অনুরোধ করছি, কোনো খোঁড়াখুঁড়ি যেন ঈদের আগের কয়েকদিন রাস্তায় না হয়। এই খোঁড়াখুঁড়ির জন্য দেশের মানুষ যে আজ ভীষণ কষ্টে আছে। কাজেই জনজীবনকে আর দুর্বিসহ না করে আপাতত সব ধরণের খোঁড়াখুঁড়ি বন্ধ করতে হবে।
বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াতেই নিজেরা বিভিন্ন অজুহাত দাঁড় করাচ্ছে বলে অভিযোগ করে কাদের বলেন, বিএনপি নির্বাচনে জিতবে না- এই আশঙ্কায় তারা নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়াতে এসব অজুহাত তৈরি করছে।