মেসিকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা উচিত: কার্লোস কুইরোজ

0
330
আর্জেন্টিনা, মেসি, ইরান, কার্লোস কুইরোজ, বিশ্বকাপ, Messi, rtvonline

ভোলা নিউজ ২৪ ডট নেট : আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা উচিত। বললেন ইরানের ফুটবল দলের কোচ কার্লোস কুইরোজ।ফিফা ডম কমকে দেয়া এক সাক্ষাৎকারে মজা করে একথা বলেন তিনি।

গত বিশ্বকাপে গোলশূন্য ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচে যোগ করা সময়ে মেসির গোলে ইরানকে হারায় আর্জেন্টিনা।এই ম্যাচের বিষয়ে কথা বলতে গিয়ে কার্লোস কুইরোজ বলেন, আমি সবসময়ই বলি যে মেসি একজন অসাধারণ খেলোয়াড়। সে এই পৃথিবীর বাইরের কেউ। যদি সে মানুষ হতো, তাহলে এমন জাদুকরী মুহূর্ত দেখাতে পারত না।তিনি বলেন, আমি সাধারণত হারতে পছন্দ করি না কিন্তু এই হারের পর আমি নেতিবাচক মনোভাব নিয়ে মাঠ ছাড়িনি। এটা একটি বিশেষ মুহূর্তের চেয়ে বেশি কিছু। তাই সে মানুষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে খেলতে দেয়া উচিত নয় ফিফার।২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া। অন্যদিকে, ইরানের প্রতিপক্ষ স্পেন, পর্তুগাল ও মরক্কো।বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে মেসির হ্যাটট্রিক না হলে আর্জেন্টিনা বিশ্বকাপের টিকেটই পেত না। অন্যদিকে, বাছাইপর্বে কোনো গোল হজম করতে হয়নি ইরানকে।

LEAVE A REPLY