“বিজ্ঞানের ভয় করে ফেলো জয়”

0
451
মাইনুদ্দিন হাওলাদার, দুলারহাট:ভোলা নিউজ ২৪ ডটনেট :“বিজ্ঞানের ভয় করে ফেলো জয়” এই স্লোগান নিয়ে দুলার হাট থানায় প্রথমবারের মতো দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দু’দিন ব্যাপি বিজ্ঞান মেলা। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন, মোহাম্মদ  মনোয়ার হোসেন উপজেলা নির্বাহী অফিসার।সভাপতিত্ব করেন দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন বিপ্লব সহযোগীতায়  দিলীপ কুমার পোদ্দার,মোঃ কামাল,মোঃ ফারুক সহ সহকারী অন্যান্য শিক্ষকবৃন্দ।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ হিসেবে অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা।মেলায় প্রধান অতিথি বলেন,এসো বিজ্ঞান শিখি হাতে কলমে,বিজ্ঞানের অগ্রযাত্রায় এ মেলা শিক্ষার্থীদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরো বলেন,প্রতিবছর এরূপ বিজ্ঞান মেলায় আয়োজন করা হলে আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানের জ্ঞানকে হাতে-কলমে শিক্ষার সুযোগ পাবে,যাতে করে তারা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে।বক্তা বলেন যদি আমার মাধ্যমে কোন বিজ্ঞান ল্যাভ দেওয়ার সুযোগ আসে তাহলে আমি এই বিদ্যালয়ে অবশ্যই দেবো তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।শিক্ষার্থীদের প্রজেক্ট প্রদর্শনীর মধ্যে ছিলো, লিটমাসে পেপার দ্বারা খাদ্যদ্রব্যের প্রকৃতি নির্ণয়, প্রস্বেদন,এসিডের ধর্ম,আলোর প্রতিসরন,পানিতে চিনির ঘনত্বের প্রশিক্ষন, নিরুদক সংকেত,কোষের ভিবিন্ন অংশের চিহ্নিত করন সহ প্রায় শতাদিক প্রদর্শনী।প্রধান অতিথি আলোচনা শেষে বিজ্ঞান মেলা লাল পিতা কাটার মাধ্যমে উদ্বোধণ করেন এবং প্রতিটি প্রদর্শনীর বাস্তব প্রয়োগ দেখেন।

LEAVE A REPLY