নিজেস্ব প্রতিনিধি ভোলা নিউজ ২৪ ডট কম চিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে অনুরোধ করেছেন। পাশাপাশি প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নে জেলা প্রশাসকগণ একজন অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব প্রদান ও তাদের তত্ত্বাবধানে সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনারকে দায়িত্ব দিয়ে কার্যক্রম শুরু করার আহবান জানান।
এ আদেশ বাতিল করার দাবিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জারীকৃত পত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত আদেশকে দেশের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র বলে মনে করে তাঁরা।
এ সময় তারা জেলা প্রশাসকগণকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ জানুয়ারী ২০২২ইং তারিখের আদেশটি বাতিলের দাবি জানান