ভোলায় ইলিশ ধরায় ১৭ জেলের জরিমানা

0
15

ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় নিষেধাজ্ঞা অমান‌্য করে ইলিশ শিকার করার সময় ২০ জেলেকে আটক করেছে মৎস‌্য বিভাগ ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ২০ কেজি ইলিশ, পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ছয়টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।ভোলা সদর উপজেলার মৎস‌্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, আটক ২০ জেলের মধ্যে ১৭ জেলেকে ভ্র‌াম‌্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকি তিন জেলের বয়স কম হওয়ায় তাদের মুক্তি দেয়া হয়।

ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান।

bhola1

এরপর জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় ও কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

তিনি আরো জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ১৯০ কিলোমিটার নদীতে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও পরিবহন, বিক্রি, বাজারজাত, মজুতের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা।

LEAVE A REPLY