লকডাউনের দ্বিতীয় দিনে ৬ দোকান মালিককে জরিমানা

0
66

স্টাফ রিপোর্টার।। করোনা সক্রমন রোধে কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনেও লকডাউন অমান্য করে দোকান খোলার দায়ে ৬ দোকান মালিক ও মুখে মাস্ক পরিধান ছাড়া জনসমাগমে বের হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সদর রোড, নতুন বাজার এলাকায় অভিযানে ৫ হাজার ৫শত টাকা জরিমান আদায় করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান আছে।

ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদুয়ানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, করোনা মহামারি রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও করোনা সক্রমন রোধে কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনে লকডাউন অমান্য করে দোকান খোলার দায়ে অভিযান পরিচালনা করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করাসহ শহরের বিভিন্ন একালায় মাস্ক বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY