কবিতা “বঙ্গাব্দ ১৪২৬ সাল”

0
398

চৈত্রের শেষ বিকেলের সূর্যটা
পশ্চিম আকাশে মিলিয়ে গলো।
সকালের সূর্যটা
পহেলা বৈশাখের বার্তা দিয়ে দিলো।

রংয়ে রংয়ে ভরে উঠুক রঙিন।
সকলের জীবন।
আসুক দ্বারে দ্বার প্রতিদিন।
দু:খ বেদনা যাক বিলিন।

খুলি জীবনের নতুন খাতা,
ভুলে যাই সকল তিক্ততা,
শত্রু হউক মিত্র।
ছড়িয়ে পড়ুক সর্বত্র।

১৪২৬ বঙ্গাব্দ।
লেখা হউক সকল,
বাংলা শব্দ।

প্রিয়ার মুখে মধুর সুর।
বাজুক পায়ের নুপুর।
এসো হে বৈশাখ,শুভ নববর্ষ।
সকলের হৃদয়কে করে যাও স্পর্স
“””””””””””””””এস,আই/ সানাউল্লাহ তালুকদার।
শশীভূষন থানা,ভোলা।

LEAVE A REPLY