করোনা প্রতিরোধে এমপি শাওনের উদ্যোগে স্বয়ংক্রিয় জীবানু নাশক টানেল স্থাপন

0
190

ইমতিয়াজু রহমান,ভোলা নিউজ ২৪ ডটকম ।। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ১০ স্থানে ্য়ঁড়ঃ;স্বয়ংক্রিয় জীবানু নাশক টানেল্য়ঁড়ঃ; বসানো হয়েছে। আজ বৃহ¯পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ পথে এ টানেলের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধূরী শাওন। এমপি শাওনের ব্যক্তি উদ্যোগ ও অর্থায়নে এসব টানেল স্থাপন করা হয়।

পরে ভোলা হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন তিনি। এসময় এমপি শওন বলেন, মাননীয় প্রাধান মন্ত্রীর ৩১ বিধির
আলোকে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা দেশের মানুষের কল্যানে কাজ
করবে তাদের সুরক্ষার জন্য এসব ্য়ঁড়ঃ;স্বয়ংক্রিয় জীবানু নাশক টানেল্য়ঁড়ঃ; ব্যবস্থা
চালু করা হয়েছে বলেও জানান তিনি।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রেশাসক মাসুদ
আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগ

LEAVE A REPLY