বোরহানউদ্দিনে মধ্যযুগীয় কায়দায় হামলা, আহত-৪

0
220

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাসী হামলায় ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানাগেছে, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫নং ওয়ার্ডের মৃত জয়নাল আবদীনের ছেলে হাসান হাওলাদার পৈত্রিক ও ক্রয় সূত্রে জমির মালিক হয়ে ঘর দরজা পুকুর বাগান বাগীচা সৃজন করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিল। কিছু দিন পূর্বে তার ভোগ দখলীয় বসত ভিটা ও জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা শহিদুল ইসলাম গংদের। বিগত দিনে শহিদ ও তার পালিত ক্যাডার বাহিনী হাসানের পরিবারকে এলাকা ছাড়া করার জন্য হামলা মামলাসহ বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থাকে। সন্ত্রাসী শহিদ চক্রের লোকেরা কোন ভাবেই হাসানের পরিবারকে এলাকা ছাড়া করতে না পেরে গত বছর পর পর দুই বার হাসানের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে তার হাত ও পা ভেঙ্গে দেয়। এ ব্যাপারে অসহায় হাসান এলাকার গন্যমান্যদের কাছে কোন বিচার না পেয়ে মামলা দায়ের করে। মামলা নং জিআর ৭২/২০১৮। এ মামলা টি বর্তমানে চলমান রয়েছে। এ মামলার পর থেকে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ভূমিদুস্য শহিদুল ইসলাম ও তার লোকেরা। তারা বার বার হাসান গংদের মামলা তুলে নেয়ার হুমকী ধামকি অব্যাহত রাখেছে এবং সুযোগের অপেক্ষায় থাকে প্রতিশোধ নেয়ার জন্য। গত ১৭/০৪/২০ রাত ৯টার দিকে হাসান প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে পূর্ব থেকে উৎ পেতে থাকা শহিদুল ইসলাম, আলআমিন, ইব্রাহীম, মমতাজ বেগম ও রহিমা বেগমসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হাসানের মাথায় কোপ দেয়। তার ডাক চিৎকার শুনে ছেলে ইসমাইল ছুটে এলে সন্ত্রাসীরা তাকেও হত্যার উদ্দেশ্যে মাথায় লোহার রড দ্বারা আঘাত করে। পরে তাদের উদ্ধার করতে চাচা খালেক চাচাতো ভাই সোহেল ও ইসমাইলের মা নুরজাহান বেগম ছুটে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও মারধার করে নুরজাহানকে শ্লীলতাহানী করে। এসময় সন্ত্রাসীরা আহতদের কাছে থাকা নগদ টাকা, স্বার্ণালঙ্কার ও মোবাইলসেট ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসাপাতালে ভর্তি করলে হাসানের অবস্থার অবনতী দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপতালে রেফার্ড করে। অন্য দিকে চতুর শহিদুল অসুস্থ্যতার নাটক করে তার পরিবারের দুইজনকে আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি করে। অপর দিকে তাদের হামলায় আহত ৪জন সহ মোট ৮জনকে আসামী করে বোরহানউদ্দিন থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলা নং-১২/৮৫। বর্তমানে অাহতরা এ মিথ্যা মামলার ভয়ে চিকিৎসা বঞ্চিত হয়ে পালিয়ে পালিয়ে মানবেতর জীবন করছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী হাসান হাওলাদার ও তার পরিবার।

LEAVE A REPLY