বাংলাদেশকে ৫০ রানে অলআউট করা সম্ভব: সরফরাজ

0
475

ভোলা নিউজ২৪ডটনেট।। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, আমরা একটা অদ্ভূত সমীকরণেপড়েগেছি। সেমিফাইনালে খেলতেহলে আমাদের বড় স্কোর গড়ার পাশাপাশি বাংলাদেশকে ৫০ রানে অলআউট করতে হবে। এটা অনেক কঠিন কাজ। তবে আমরা চেষ্টা করব।

শুক্রবার লর্ডসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে এশিয়ার দুই দেশ বাংলাদেশ ওপাকিস্তান।

ম্যাচের ঠিক আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেপাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, আমরা প্রথমে ব্যাট করে ৬০০ বা ৫০০ রান করার পাশাপাশিপ্রতিপক্ষ দলকে যদি ৫০ রানে অলআউট করতে পারি তাহলে সেমিফাইনালে যেতে পারব। জানি না কীসের ভিত্তিতে এই সমীকরণ হল। তবে আমাদেরকিছুই করার নেই। অবশ্যই আমরা বড় স্কোর গড়তে চাই। আমাদের সেরা চেষ্টাই থাকবে।

পাকিস্তানের অধিনায়ক আরও বলেন, আপনারা আগের ম্যাচগুলো নিয়ে কথা বলতে পারেন। পাকিস্তান চারটি ম্যাচ হেরেছে। কিন্তু এটা বিশ্বকাপ। দুই দলই শক্তিশালী। আশা করছি দল হিসেবে ভালো করতে পারব আমরা।

সরফরাজ আহমেদের নেতৃত্বে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে তার অধিনায়কত্ব নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে। সরফরাজকে নেতৃত্ব থেকে সরিয়েদেয়ারও জোর দাবি উছেছে।

এনিয়ে সরফরাজ বলেন, এটা আসলে বোর্ডের ব্যাপার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যৌক্তিক সিদ্ধান্তই নেবে।

LEAVE A REPLY