ভোলা নিউজ ২৪ ডটনেট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে অত্যন্ত দুঃসময় পার করছি। বাংলাদেশের ইতিহাসে এত দুঃসময় আর কখনো আসেনি।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় ফখরুল এ কথা বলেন। ঐতিহাসিক শহীদ জেহাদ দিবস-১৭ এবং ‘৯০-এর স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের বীর শহীদ নাজিরউদ্দিন জেহাদের ২৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের যা অর্জন চোখের সামনে ধ্বংস করে দিচ্ছে এই হায়েনারা। সর্বশেষ বিচার বিভাগ। ষোড়শ সংশোধধনীর রায়ের পর সেটাকে ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছ এই সরকার। তারই ধারাবাহিকতায় ষড়যন্ত্র করে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে।’
মহাসচিব বলেন, প্রধান বিচারপতির দোষ একটাই তিনি আইনের শাসনের কথা বলেছেন, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বলেছেন। আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ওরা জানে, যদি নিরপেক্ষ সরকারের অধীনে মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে চায়। তারা কখনো রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না। তারা ড্রিবলিং রে ফাঁকা মাঠে গোল দিতে চায়।’
বিএনপি নেতা বলেন, ‘আমি স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের নিজের পায়ে নিজেদেরই দাঁড়াতে হবে। আরো বিপদ আসবে। ভবিষ্যতে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একসাথে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের আছেটা কী? বাংলাদেশের মানুষের গর্ব করার মতো আছে একটা স্বাধীনতা, ভাষা আন্দোলন, সেই অর্জনকে ধরে রাখতে চাই। কিন্তু এই সরকার সেটাকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করতে চায়। ১৯৭৫ সালে করেছে। মোড়কটা ভিন্ন কিন্তু এখন আবার ভিন্ন কায়দায় বাকশাল কায়েম করতে চায়।’
আয়োজক সংগঠন শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।