কুকরী-মুকরিতে ক্লাব ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আইপিটি-শো

0
363

ভোলা নিউজ ২৪ ডটনেটঃ বাল্য বিয়ে মুক্ত ইউনিয়ন গড়তে কিশোর- কিশোরীদের সচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার চরফ্যাসনের চর কুকরী-মুকরী ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাবের সসদ্যদের নিয়ে ক্লাব ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আইপিটিশো অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চর কুকরী-মুকরী ইউনিয়নে প্রায় শতাধিক কিশোর-কিশোরীরা এই প্রতিযোগিতায় অংশ নেয় ।

ইউনিসেফের সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর সম্মনিত শিশু বিবাহ বন্ধে কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা কার্যক্রম (আইইসিএম) প্রকল্প এই প্রতিযোগিতা আয়োজনে করে।

ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, মেয়েদের বালতিতে বল নিক্ষেপ, বালিশ খেলা, স্মৃতি শক্তি পরীক্ষা ও গান এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন চর কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন।

LEAVE A REPLY