0
0

ভোলা নিউজ ২৪ ডটকম :: রাজধানী ঢাকার পাইকারী মার্কেট বঙ্গবাজারের ভয়াবহ আগুন লেগে পুড়ে গেছে হাজারো ব্যবসা প্রতিষ্ঠান। আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে সাতটি পাইপ লাগিয়ে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৪৭টি ইউনিট কাজ করছে।এছাড়া সেনা,নৌ,বিমান বাহিনীর সদস্য ছাড়াও বিজিবি’র সদস্যরাও যোগ দিয়েছে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

হলের নিরাপত্তা প্রহরী মো. সুমন বলেন, ‘সাড়ে ৬টা থেকে সাতটি পাইপ লাগিয়ে পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের লোকজন আমাদের কাছে আসে পানির জন্য। পরে আমরা হলের গেট খুলে দেই। তারা তখন থেকে সাতটি পাইপ লাগিয়ে পুকুর থেকে পানি নিচ্ছে।

 

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. রাসেলুজ্জামান এই তথ্য জানান।

LEAVE A REPLY