চরফ্যাশনে আশ্রাফিয়া এছহাকিয়া ক্বওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সবংর্ধণা অনুষ্ঠিত

0
272

চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনেট।।ভোলার চরফ্যাশন উপজেলার জনতা রোডে অবস্থিত আশ্রাফিয়া এছহাকিয়া ক্বওমী মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফের ছবক ও কৃতি শিক্ষার্থীদের সবংর্ধণা অনুষ্ঠিত হয়েছে। (৫ জুলাই) শুক্রবার সকাল ১১ টায় এ সবংর্ধণা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর কমল নগর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্জ হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ (দা.বা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, ঢাকা হাজারিবাগ বাইতুর রসুল (সঃ) মাদ্রাসার মোহতামিম মাওলানা জাইদুল কবির (দা.বা) ও কাতার গাররাফা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আবু রায়হান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আমির হোসেন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সোহেব চৌধুরী প্রমুখ। ইসলামী আন্দলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিন শাখার সভাপতি আলহাজ্জ আলাউদ্দিন তালুকদারে সভাপতিত্বে প্রধাণ অতিথির বক্তব্যে মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, বাংলাদেশে ইসলামকে কায়েম করতে হলে ছেলে সন্তানদের দ্বিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে আর তাই আপনাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করুন। বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ বলেন, আল্লাহ তায়ালা একদিনেই পবিত্র কুরআন শরীফকে মানব জাতির উপর নাযিল করেননি হযরত মুহাম্মদ (সঃ) এর বয়স যখন কানায় কানায় ৪০ বছরে পূর্ণ তখন সেই মহান নবীর উপরে নবুওতের মাধ্যমে গোটা মানব সমাজের জন্য আল্লাহ পাক এই পবিত্র কুরআন ইসলাম প্রচারে দিয়েছেন। বিশেষ অতিথির বক্তব্যে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, আপনার আমার সন্তান কোথায় যায় কি করে সন্তানের গার্ডিয়ান হিসেবে তাদের খোজ খবর রাখা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা যেন মাদকের সাথে জরিত না হয় মাদকের বিরুদ্ধে সরকার জিরো ট্রলারেন্স ঘোষোনা করেছেন। অন্যান্য অতিথিদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা হাজারিবাগ বাইতুর রসুল (সঃ) মাদ্রাসার মোহতামিম মাওলানা জাইদুল কবির (দা.বা) ও কাতার গাররাফা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আবু রায়হান। চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আমির হোসেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সোহেব চৌধুরী প্রমুখ। এসময় শত শত ছাত্রছাত্রী ও অবিভাবকের উপস্থিকিতে ইবতেদায়ী ও ক্বওমী ছাত্রদের স্বর্বচ্ছ মার্ক পাওয়ায় সবংর্ধণা ক্রেস্ট প্রদাণ করা হয়।

LEAVE A REPLY