১৭ সেপ্টেম্বর ভোলায় উন্নয়ন কনসার্ট

0
565

ইয়াছিনুল ঈমন।।

সোমবার (১৭ অক্টোবর) ভোলায় আসছেন কন্ঠশিল্পী মমতাজ,হৃদয় খান,রেশমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ভোলার গজনবী স্টেডিয়ামে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ “¯েøাগানকে সামনে রেখে অনুষ্ঠিত হবে উন্নয়ন কনর্সার্ট। যেখানে গান গাইতেই আসছেন কন্ঠশিল্পী মমতাজ,হৃদয় খান,রেশমি। অনুষ্ঠান উদ্বোধন করবেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,সংস্কৃতিমন্ত্রী অসাদুজ্জামান নূর, ।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে উন্নয়ন কনর্সাট উপল¶ে জেলা প্রশাসক ভোলার সম্মেলন ক¶ে আয়োজিত মতবিনিময় সভায় এতথ্য জানায় জেলা প্রশাসক। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু,, অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) মৃধা: মো: মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মীর মো: শাফিন মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সন্দীপ কুমার সরকার,, জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু,ভোলা সরকারী কলেজের অধ্য¶ প্রফেসর গোলাম জাকারিয়া, সাবেক অধ্য¶ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ,প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর,ভোলা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম,বিআরডিবি চেয়ারম্যান বাবু গৌরাঙ্গ চন্দ্র দে সহ প্রমুখ।
উন্নয়ন কনর্সাট লাইভ দেখাবে দেশ টিভি। কনর্সাটের ফাঁকে ফাঁকে বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকান্ডের প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। তাছাড়া প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের ভিডিও, তথ্যচিত্র, ও কনসার্ট অনুষ্ঠানে প্রদর্শন করা হবে। সবার জন্য উন্মুক্ত থাকবে এই কনসার্ট।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের ¯^নামধন্য শিল্পী মমতাজ,রিদয় খান,সহ ব্যান্ডদল ও শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করবে পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনাও থাকছে। উন্নয়ন কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে ফায়ার ওয়ার্কস ও লেজার শো।
অনুষ্ঠানের নিরপত্তায় থাকবে বিশেষ এলিট ফোর্স,পুলিশ ও সেচ্ছাসেবক বৃন্দ।

LEAVE A REPLY