চরফ্যাশনের সোহাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক

0
572

সোহেব চৌধুরী,চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনেট।। দ্বিপজেলা ভোলার চরফ্যাশনের কৃতি সন্তান শহিদুল ইসলাম সোহাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গনিতের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন, গত ১৪ আগস্ট তিনি তার কর্মস্থলে যোগ দান করেন। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার পৌরসভা ১নং ওয়ার্ডে। পরিবারের সকলেই শিক্ষিত। অবসরপ্রাপ্ত শিক্ষক পিতা মোহাম্মদ আলী ও মা গৃহিণী বিবি রহিমা বেগমের ৪ মেয়ে ও ৫ছেলের মধ্যে শহিদুল ইসলাম সোগাগ ছোট , বড় ভাই হারুন অর রশিদ দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের উপসচিব। শহিদুল ইসলাম সোহাগ ছোটবেলা থেকেই অনেক বাঁধা পেরিয়ে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে পিতার মতই জ্ঞান বিতরণে শিক্ষকতাকেই বেছে নিয়েছেন তিনি ২০০৩ সালে চরফ্যাশন মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরিক্ষায় টেলেন্টফুলে বৃত্তি পেয়েছেন, ২০০৯ সালে চরফ্যাশন ট্যাপনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৫.০০ অর্জন করেন, ২০১১ সালে চরফ্যাশন সরকারি কলেজ থেকে এইচএইচসিতে জিপিএ ৫.০০ অর্জন করে ২০১১-১২ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্বাবদ্যালয়ে গনিত বিভাগে ভর্তি হন। ২০১৫সালে স্নাকওরে(সম্মান) পরিক্ষায় সিজিপিএ ৩.৭০ অর্জন করেন, ২০১৮সালের ১১ এফ্রিল স্নাকওরে  ৩.৮৪ জিপিএ অর্জন করে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এ- ট্যাকনলজি (আইই্উবিএটি)-তে গনিতের প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৪ আগস্ট গণিত বিভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেন।

LEAVE A REPLY