ভোলা নিউজ২৪ডটনেট।। সৌদি আরব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন গত ৪ জুন (মঙ্গলবার)। কারণ ৩ জুন ঈদের চাঁদ দেখাও ভুল ছিল। পাকিস্তানি সংবাদ মাধ্যম টুয়ান্টিফোর নিউজ জানিয়েছে, সৌদিতে ৪ জুন ঈদ পালন করা ছিল ভুল। রমজানের রোজা ভেঙে ভুল ঈদ করার কারণে সৌদি সরকার ১৬০ কোটি রিয়াল কাফফারাও দিয়েছে। দ্য ইসলামিক ইনফরমেশন ডটকম নামের ওয়েবসাইটের প্রতিবেদনেও এমনটা বলা হয়েছে।
নিউজ চ্যানেলটির দাবি, সৌদি আরব ভুল ঈদ করেছে। তাই দেশটি ১৬০ কোটি সৌদি রিয়াল কাফফারা দিয়েছে। তবে তারা এটা প্রকাশ্যে স্বীকার করেনি।
এদিকে, ইসলামিক ইনফরমেশন ডটকম বলছে, পাকিস্তানি প্রায় সব সংবাদ মাধ্যম সৌদি আরবের ভুল চাঁদ দেখার সংবাদ প্রকাশ করেছে। তবে সৌদি আরব এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তাদের চাঁদ দেখায় ভুল ছিল স্বীকার করেনি সৌদি আরবের কোনো সংবাদ মাধ্যম। ভুল ঈদ পালন করায় ১৬০ কোটি রিয়াল কাফফারা দেয়ার সংবাদটিও এড়িয়ে গেছে তারা।
সূত্রঃঃ পূর্বপশ্চিমবিডি