দুলাল পাটওয়ারী, লালমোহন ॥ নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু তাঁর জীবনের শ্রেষ্ঠ সময় গুলো পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন। তিনি তাঁর পরিবারের কথা চিন্তা না করে বাংলাদেশকে পরাধীনাতার হাত থেকে রক্ষা করতে পাকিস্তান সরকারের কাছে মাথানত করেননি।
বৃহস্পতিবার সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও উন্নয়ন মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ শামছুল আরিফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল প্রমুখ।