জোবায়ের সোহেল, বোরহানউদ্দিন : মিয়ানমার আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলমান নির্যাতন গণহত্যার প্রতিবাদে ও স্বদেশে ফিরিয়ে নেওয়ার দাবীতে ২৫ সেপ্টেম্বর জমিয়াতুল মোদাররেছিনের উদ্দ্যোগে উপজেলার প্রায় ৪০টি মাদ্রাসার অধ্যক্ষ,সুপার,সহকারীও ছাত্ররা মানববন্ধনে অংশ নেয়।
জমিয়াতুল মোদাররেছিনের সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আহমাদ উল্লাহ আনসারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া,এসময় আরোও বক্তব্য রাখেন বাটামারার পীর সাহেব হযরত মাও: মহিবুল্ল্যাহ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস হযরত মাও: ফয়জুল আলম বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার আরবী প্রভাষক্ব হয়রত মাও: হাবিবুর রহমান জায়েরী , বোরহানউদ্দিন বাজার মসজিদের খতিব হযরত মাও: মিজানুর রহমান প্রমূখ। এসময় বক্তরা বলেন মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন, হত্যার বন্ধ করে রোহিঙ্গা মুসলমানদের ফিরিয়ে নেয়ার দাবী জানান। বর্তমান সরকার রোহিঙ্গা মুসলমানদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কৃজ্ঞতা প্রকাশ করছি। বক্তারা বলেন,যতদ্রুত সম্ভব রোহিঙ্গা মুসলিমদের তাদের দেশে ফিরিয়ে নিতে হবে। শুধু তাই নয়,এখন পর্যন্ত তাদের উপর নির্যাতন জাতীগত হত্যা বন্ধ হয়নি। তা দ্রুত বন্ধ করতে হবে। এর প্রতিবাদে সারাবিশ্বাসীকে এক হয়ে অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান।