বিমানকর্মীদের ডায়াপার পরার নির্দেশ দিল চীন

0
93

ডায়াপার পরার নির্দেশনা জারি করেছে চীন। এছাড়া তাদের বিমানের টয়লেট ব্যবহার না করার নির্দেশনাও দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন নির্দেশনায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সম্পর্কিত একটি অংশে ডায়াপার পরার এ পরামর্শ দেওয়া হয়। তবে বিমানের পাইলট ও সহকারী পাইলটকে ডায়াপার পরতে হবে না। তাদের শুধু মাস্ক ও চশমা পরলেই হবে।

এতে আরো বলা হয়েছে, যেসব দেশ বা অঞ্চলে প্রতি ১০ লাখে ৫০০ জনের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এমন রুটে চলাচলকারী যাত্রীবাহী বিমানের কর্মীদের এ নির্দেশনা মানতে হবে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় রুটের ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য।

 

এছাড়া বিমানের কেবিনে পর্দা দিয়ে ভাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিষ্কার স্থান, নিরাপদ স্থান, যাত্রীদের বসার স্থান এবং কোয়ারেন্টিন স্থান নামে কেবিন ভাগ করা হয়েছে।

এ ছাড়া বিমানের শেষ তিন সারি জরুরি কোয়ারেন্টিন স্থান হিসাবে বিবেচিত হবে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY