ভোলায় বিপুল পরিমান পলিথিন জব্দ, ২ ব্যবসায়ী আটক

0
772

রাকিব উদ্দিন অমি : ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় ৩’শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। এ সময় পলিথিন বিক্রির অপরাধে দুটি দোকান সিলগালা ও দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন শহরের চকবাজার এলাকার সুতাপট্টি মেসার্স রাহাত ট্রেডার্সের কর্মচারী মো. নোমান ও গুড়পট্টি মেসার্স বিল্লাল স্টোরের মালিক আ. হক। সোমবার দুপুরে শহরের চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু আটককৃত মেসার্স বিল্লাল স্টোরের মালিক আ. হককে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর আইন ১৯৯৫ সালের ১৫ ধারার ৪(খ) অনুযায়ী তিন মাসের বিনাশ্রম জেল ও ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের জেল এবং মেসার্স রাহাত ট্রেডার্সের কর্মচারী মো. নোমানকে একই ধারায় ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম জেলা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালেতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু জানান, সোমবার দুপুরে ভোলা শহরের চক বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মেসার্স রাহাত ট্রেডার্স ও মেসার্স বিল্লাল স্টোর থেকে ১৪টি বস্তায় প্রায় ৩’শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ওই দোকান দুটি সিলগালা ও এর সাথে জড়িত দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে জেলা-জরিমানা করা হয়েছে। অভিযানে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়াসহ ভোলা সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY