“রাজপথে এসো মা”

0
57

লেখক: তনুশ্রী ব্রহ্ম

বিবস্ত্র নারীর আহাজারি আজ বহ্নিশিখার মতো,
বঙ্গমাতা আজ পশুর নখরের দাগে বিবর্ণ।
বিবেকের নোঙর আজ বাঁধেনা কোনো ঘাটে,
খোলা চুলের মায়ের সৌন্দর্য।
আজ জানোয়ারে হাতের মুঠোয় বাঁধা,
প্রতিবন্ধকতা শেকল ভেঙে আজ রাজপথে এসো মা।
অগ্নি প্রতিবাদে পুড়ে যাক সমাজের সব বিভীষিকা,
যে দুহাতে তুমি পশুদের করেছিলে লালন।
হায়নাগুলোর মুখোশ ছিড়েঁ বের করো পথে,
মাগো আজ তোমার করাল মূর্তি জাগাও।
প্রতিবাদী হয়ে উঠো নারী, বিদ্রোহী হয়ে উঠো।
হায়নাদের বুকে বিদ্ধ করে দাও,
তোমার হাতের অগ্নিশিখার দাবানল।

(কবি তনুশ্রী ব্রহ্ম, শিক্ষার্থী (মাস্টার্স ফাইনাল বর্ষ) বিএম কলেজ, বরিশাল)

LEAVE A REPLY