যাত্রী সুবিধায় ভোলার তুলাতলি,চরফ্যাশন রুটে তাসরিফ’র যাত্রা শুরু

0
4942
রাকিব উদ্দিন অমি:ভোলা নিউজ ২৪ ডটনেট : দক্ষিণাঞ্চলের নৌপথ ঢাকা- ভোলা তুলাতুলি চরফ্যাশন -বেতুয়া রুটে নিরাপদ ভ্রমনের জন্য যাত্রীবাহী বিলাসবহুল লঞ্চ এমভি তাসরিফ ৩-৪ আজ মঙলবার থেকে প্রতিদিন রাত ১০ টায় ভোলা তুলাতলি ঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে একইভাবে রাত আটটায় ঢাকা সদরঘাট থেকে ছেড়ে রাত সাড়ে বারোটায় ভোলা তুলাতুলি ঘাট করবে। এতদিন লঞ্চগুলো চরফ্যাশন -বেতুয়া থেকে ছেড়ে এসে দৌলতখানসহ কয়েকটি জায়গায় ঘাট দিয়ে ঢাকার উদ্দেশে চলে যেত। ভোলা শহরের যাত্রীদের সেবার কথা বিবেচনা করে লঞ্চ দুটি এখন তুলাতলি ঘাট থেকে যাত্রী নিয়ে রাত ১০ টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে প্রতিদিন রাত ১০ টায় তুলাতলি ঘাট থেকে ঢাকায় যাতায়াতের পথ পেয়ে যাত্রীরা ভীষণ খুশি। তারা মনে করেন,ব্যবসা বানিজ্যসহ সকল কাজ সম্পন্ন করে ধীরে সুস্থ্যে ঢাকায় যেতে পারবেন।
 ভোলা অফিসের তত্বাবধায়ক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান,যাত্রী সেবার মানে মেসার্স ফেয়ারী শিপিং লাইন্স কোম্পানির অধিনে পরিচালিত তাসরিফ লঞ্চগুলো আধুনিকতার আলোকে তৈরি করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে আমাদের ভাড়াও কম এক বেডের ভাড়া শীতাতপ নিয়ন্ত্রিত ৮০০ টাকা, ডাবল শীতাতপ নিয়ন্ত্রিত ১৬০০ দক্ষিণাঞ্চলের নৌ -রুটে এই সর্ববৃহৎ লঞ্চ চলাচল করছে। যাত্রী সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। যোগাযোগ ভোলার দায়িত্বে মীর গিয়াস উদ্দিন ০১৭১৩৯৫২৩১৬।

LEAVE A REPLY